বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সিদ্ধেশ্বরী থেকে চার কোটি টাকার বিএমডব্লিউ জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাড়ির গ্যারেজে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কোটি টাকা মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীর ‘সুধীসমাজ’ আবাসিক এলাকার ‘হাসিব ভিলা’র গ্যারেজ থেকে বিএমডব্লিউ এক্স-৫ মডেলের জিপ গাড়িটি জব্দের পর শুল্ক গোয়েন্দা সদর দফতরে নিয়ে যাওয়া হয়। জব্দ করা গাড়িটিতে ঢাকা- মেট্রো-ঘ-১৪-১৭৬০ এনালগ নম্বর প্লেট সংযুক্ত রয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গাড়িটি শুল্কমুক্ত (কার্নেট) সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে। গাড়িটির  চেসিস নম্বর পরীক্ষা করে দেখা যায় যে, এটি ‘কার্নেট ডি’ প্যাসেজ সুবিধায় আনেন যুক্তরাজ্য প্রবাসী আলী নূর ইসলাম। কাস্টম হাউস চট্টগ্রামের নথি অনুযায়ী, গাড়িটির ওপর প্রযোজ্য শুল্ক ৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৭৫৮ টাকা। আইনগত প্রক্রিয়ায় অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর