বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
পুলিশের মোটিভেশন

চট্টগ্রামে মাদক ছেড়েছেন শতাধিক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের মোটিভেশন ও সামাজিক চাপ সৃষ্টিমূলক কর্মতত্পরায় চট্টগ্রামে কয়েক মাসে শতাধিক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, মাদক পুনর্বাসন প্রকল্পের অধীনে চট্টগ্রাম নগরীর ১৬ থানার কমপক্ষে ১০০ ব্যবসায়ী এখন মাদক ব্যবসা ছেড়েছেন। সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও ক্রাইম) সালেহ মোহাম্মদ তানভীর জানান, মাদক নির্মূলে অভিযানের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের ওপর সামাজিক চাপ বৃদ্ধির ওপর জোর দিয়েছে সিএমপি। এ কৌশলে সফলতা এসেছে। সিএমপির মাদক ব্যবসায়ী পুনর্বাসন প্রকল্পের আওতায় প্রায় ১০০ ব্যবসায়ীকে মাদক ব্যবসা ছাড়ানো সম্ভব হয়েছে। তারা এখন স্বাভাবিক জীবন বেছে নিয়েছেন। বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সামাজিক চাপ এবং পুনর্বাসনের নিশ্চয়তা দিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের মোটিভেশন করা হচ্ছে। মাদক পুনর্বাসন প্রকল্পে আওতায় এরই মধ্যে বায়েজীদ এলাকার ১৫ জন মাদক ব্যবসা ছেড়েছেন। তাদের মধ্যে ছয় নারী ব্যবসায়ীকে সেলাই মেশিন, ভ্যান গাড়ি দিয়ে সহায়তা করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কয়েক মাস আগে অভিযান শুরু করে চট্টগ্রাম মহানগর পুলিশ। অভিযানে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের পাশাপাশি তাদের মোটিভেশন এবং কমিনিউটি পুলিশ সদস্যদের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের ওপর সামাজিক চাপ শুরু করে। এছাড়া মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশায় আসতে আগ্রহীদের জন্য মাদক পুনর্বাসন প্রকল্পও হাতে নেওয়া হয়। এরফলে কয়েক মাসে নগরীর ১৬ থানা এলাকায় মাদক ব্যবসা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন শতাধিক ব্যক্তি।

সর্বশেষ খবর