বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে আটকে থাকা ৬ বাংলাদেশি কিশোরকে ফেরত

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সরকারি ‘শুভায়ন হোমে’ আটকে থাকা ৬ বাংলাদেশি কিশোরকে গতকাল বাবা-মাসহ স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এরা প্রায় এক বছর আটক ছিল।

গতকাল সকালে বিএসএফ হিলি সীমান্ত দিয়ে এই ৬ কিশোরকে বিজিবির হাতে তুলে দেয়। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে নিয়ে আসা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ওসি নাজির হোসেন, আইনি পরিসেবা কর্মকর্তা সৌমেন্দ্রনাথ রায়সহ বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা। স্বদেশ ফেরত এই কিশোররা হলো নাজমুল হক (পিতা-মজনু মিয়া, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নাগদাহ গ্রামে), স্বাধীন হোসেন (পিতা আবদুল হোসেন ব্যাপারী, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার শাহবাজার গ্রামে), সোহান শেখ (পিতা-খসরু শেখ, বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার জগদিয়া গ্রামে), মুন্না শেখ (পিতা মৃত পান্না শেখ, বাড়ি ফরিদপুরের রাজবাড়ী গ্রামের রঘুনাথপুরে), সাগর চন্দ্র রায় (পিতা মৃত কেকারু রায়, বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার মৌচুনা গ্রামে) এবং আবদুল রহমান (পিতা মো. আলম, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থানার কুন্দারামপুর গ্রামে)। এদের মধ্যে কেউ দালালের খপ্পড়ে পড়ে, কেউ অবৈধভাবে ভারতে ঘুরতে এসে ধরা পড়েছিল।

সর্বশেষ খবর