রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা তারামন বিবি ঢাকা সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উন্নত চিকিৎসার জন্য বীরপ্রতীক তারামন বিবিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শুক্রবার রংপুর সিএমএইচে ভর্তি হন তারামন বিবি। গতকাল দুপুরে সামরিক হেলিকপ্টারে করে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয় বলে রংপুর সিএমএইচের চিকিৎসক লে. কর্নেল মাকসুদুর রসুল জানান। তার তত্ত্বাবধানেই রংপুর সিএমএইচের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা হচ্ছিল তারামন বিবির। তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, ‘আমার মা সিএমএইচের চিকিৎসক লে. কর্নেল মাকসুদুর রসুলের তত্ত্বাবধানে ছিলেন। মায়ের চিকিৎসা নিয়ে সকালে চিকিৎসকরা তিন সদস্যের একটি বোর্ড গঠন করেন। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মাকে ঢাকা সিএমএইচে পাঠানোর কথা আমাকে জানান।’ তারামন বিবির সঙ্গে রয়েছেন ছেলে আবু তাহের। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হরিপদ সরকার সকালে রংপুর সিএমএইচে তারামন বিবিকে দেখতে যান। তিনি বলেন, ‘শ্বাসকষ্টের পাশাপাশি হার্টেরও সমস্যা রয়েছে তার। ভিআইপি প্যাশেন্ট হিসেবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড।’ মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তারামনকে বীরপ্রতীক খেতাব দেয়। কিন্তু এই মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করা সম্ভব হয় ১৯৯৫ সালে। ওই বছর ১৯ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে তারামন বিবির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর