জৈনপুরের পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, কোরবানির পশু কিয়ামতের দিন বেহেস্তে যাওয়ার বাহন হয়ে যাবে। কোরবানির মাংস এক-তৃতীয়াংশ এবং চামড়া বিক্রির অর্থ এতিম-মিসকিনদের হক। যারা কোরবানি দিতে অক্ষম তারা যদি জিলহজ মাসের ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ’ এই তকবির পাঁচ ওয়াক্ত নামাজ বাদ পাঠ করে, আল্লাহ তাদের কোরবানির সাওয়াব দান করবেন।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে জৈনপুরী খানকা শরিফ কমপ্লেক্সের উদ্যোগে মাসিক জেকের ও তাফসিরে কোরআন উপলক্ষে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিজ্ঞপ্তি