দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে ড. মো. শামসুল আরেফিনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এর আগে একই সংস্থার মহাপরিচালক পদে ছিলেন। গতকাল এক আদেশে অতিরিক্ত সচিব থেকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় এ কর্মকর্তাকে দুদকের সচিব পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি আবু মো. মুস্তফা কামালের স্থলাভিষিক্ত হলেন। চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাওয়ার সুবিধার্থে গত ১৬ আগস্ট মুস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ময়মনসিংহ ত্রিশালের বইলর গ্রামে শামসুল আরেফিনের বাড়ি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ঢাকা ওয়াসার সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।