শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কর্ণফুলী মার্কেট, ফয়’স লেকের সম্পত্তির হিসাব চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলী মার্কেট ও ফয়’স লেকের জমিতে গড়ে তোলা স্থাপনাসহ স্থাবর-অস্থাবর সব সম্পত্তির তথ্য-উপাত্ত দেখতে চেয়েছে সংসদীয় কমিটি। এজন্য কমিটির পরবর্তী বৈঠকের আগেই এ বিষয়ে দুটি পৃথক প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয়কে।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। রেলমন্ত্রী মুজিবুল হক, সিরাজুল ইসলাম মোল্লা ও ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশ নেন।

কমিটিসূত্র জানায়, বৈঠকে রেলওয়ের ৭০টি লোকোমোটিভ কেনায় বিলম্বের কারণে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে উদ্ভূত সব সমস্যা সমাধান করে জরুরি ভিত্তিতে লোকোমোটিভ কেনার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর