সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের ত্রাণ দিতে কাল বিএনপির প্রতিনিধি দল কক্সবাজার যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ দিতে আগামীকাল কক্সবাজার যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে যাবে। দলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল  নোমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু। গতকাল দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের নেতৃত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

 এ লক্ষ্যে আজ দলের সিনিয়র নেতারা আবারও বৈঠক করবেন। এ বৈঠকে কাল কখন প্রতিনিধি দল ঢাকা থেকে যাত্রা শুরু করবে এবং কোথায় কী ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করবে- সেসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। কক্সবাজার স্থানীয় বিএনপি নেতারা ত্রাণ বিতরণের স্থান নির্ধারণ করবেন।

প্রসঙ্গত, একই দিন রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর