বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

১০ ‘এসডিজি পায়োনিয়ার’র তালিকায় বাংলাদেশি নারী

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের ‘এসডিজি পায়োনিয়ার’ সম্মাননা পাচ্ছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। তথ্যপ্রযুক্তি খাতের জন্য প্রশিক্ষিত নারীকর্মী গড়ে তুলতে ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেয়া হচ্ছে। ২১  সেপ্টেম্বর ইউনাইটেড নেশনস গ্লোবাল কম্প্যাক্ট লিডারস সামিটে সোনিয়াসহ দশজনের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। ইউএন গ্লোবাল কম্প্যাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক লিজ কিঙ্গোকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, এসডিজি অর্জনের পথে পথিকৃৎ ব্যক্তি ও কোম্পানিগুলো কেমন করে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, চলতি বছরের দশজন ‘এসডিজি পায়োনিয়ার’ নিজ নিজ ক্ষেত্রে তা দেখিয়েছেন।

এর আগে সোনিয়া বশির কবির ২০১৬ সালে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য গঠিত টেকনোলজি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মনোনীত হন। ফাইনানশিয়াল টেকনোলজি স্টার্টআপ ডি মানির সহ-প্রতিষ্ঠাতা সোনিয়া বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর