রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রশাসনের মাধ্যমে ত্রাণ পাঠালে দুর্নীতির আশঙ্কা রিজভীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলা প্রশাসনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে ত্রাণ পাঠালে দুর্নীতির হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, বিএনপি জেলা প্রশাসনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে ত্রাণ পাঠাবে না। জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ পাঠালে অনিয়ম-দুর্নীতির আশঙ্কা আছে। ক্ষমতাসীনরা লুটপাট করবে। গতকাল চাঁপাইনবাবগঞ্জে সদর ও পৌর বিএনপির সম্মেলনে যোগ দিয়ে রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ সব কথা বলেন। রিজভী বলেন, সরকার বিএনপির ২২ ট্রাক ত্রাণ আটকে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। তারা ক্ষুধার্ত রোহিঙ্গাদের সঙ্গে তামাশা করেছেন। আর এই তামাশার ফেরিওয়ালা হলেন ওবায়দুল কাদের।

বিএনপিকে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণের পরামর্শ দিয়ে শুক্রবার ওবাইদুল কাদেরের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি।

সর্বশেষ খবর