বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দেশে ফিরল দুই কিশোর

কলকাতা প্রতিনিধি

প্রায় দুই বছর আটক থাকার পর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সরকারি হোম ‘শুভায়ন’ থেকে ছাড়া পেয়ে স্বদেশে ফিরেছে দুই বাংলাদেশি কিশোর। গতকাল সকাল ১০টার দিকে বিএসএফ তাদেরকে বিজিবির হাতে তুলে দেয়। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে নিয়ে আসা হয়। এই দুই বাংলাদেশি কিশোর হল মো. ইলিয়াস (১৮) (পিতা- সৈয়দ নূর, ঠিকানা- মোনেখালি, পো-উখিয়া, কক্সবাজার) এবং স্বপান রায় (১৭) (পিতা-ব্রজনাথ রায়, ঠিকানা- দোকারপাতি, পো-ফুলবাড়ি, থানা দেবীগঞ্জ, জিলা-পঞ্চগড়)। ‘চাইল্ড লাইন’-এর সেন্টার কো-অর্ডিনেটর সুরজ দাস জানান, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরই এদের আটক করা হয়েছিল। এদের একজন কাজের খোঁজে আসে, অন্যজন বেড়াতে এসে বিএসএফের হাতে ধরা পড়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর