শিরোনাম
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দিল ডিআরইউ

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীসহ অন্যরা এতে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর অর্থ সম্পাদক মানিক মুনতাসির। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘নতুন প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বমানের শিক্ষা অর্জন করলে তারা বিশ্বের যে কোনো স্থানে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।’ একইসঙ্গে নৈতিক শক্তির ওপর বলীয়ান হয়ে দেশ ও জাতি গঠনে ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নাহিদ। তিনি আরও বলেন, ‘দেশে শিক্ষার হার বাড়ছে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।’

২০১৭ সালে উত্তীর্ণ এসএসসির ২৫ ও এইচএসসির ১২— এই মোট ৩৭ কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

সর্বশেষ খবর