মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
মানববন্ধনে অভিযোগ

রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি থেমে নেই

নিজস্ব প্রতিবেদক

দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কাছে অবৈধভাবে সিম বিক্রি চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ অভিযোগ করেন। এতে বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে রোহিঙ্গাদের মুঠোফোন ব্যবহারের চিত্র ফুটে উঠেছে। আশ্রয় শিবিরগুলোতে মোবাইল ফোন অপারেটরগুলো স্থানীয় এজেন্টের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় দুই লাখ সিমকার্ড অবৈধভাবে বিক্রি করেছে। একটি সিমকার্ড তারা ৫০০ থেকে এক হাজার টাকায় বিক্রি করছে। রোহিঙ্গাদের অবৈধ সিম বিক্রির অপরাধে অপারেটরদের শাস্তির দাবি জানান বক্তারা। আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ অন্যরা এতে বক্তব্য দেন।

 

সর্বশেষ খবর