বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার ‘মানুষখেকো’ দম্পতি!

প্রতিদিন ডেস্ক

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের ক্রাসনোদার শহরে এক মানুষখেকো দম্পতির খোঁজ মিলেছে। ওই দম্পতি ৩০ জনকে হত্যার কথা স্বীকার করেছেন। ৩৫ বছর বয়সী দিমিত্রি বাকশিভ এবং তার স্ত্রী নাতালিয়া (৪২) পুলিশকে জানিয়েছেন, তারা ৩০ জনকে হত্যা করেছেন। ওই দম্পতি যেখানে থাকেন, সেই সামরিক ঘাঁটিতে কাটাছেঁড়া ও অঙ্গহীন একটি লাশ পাওয়ার পরই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির বাসস্থানে তল্লাশি করে পাওয়া বেশ কিছু খাদ্যদ্রব্য ও মাংসের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ ওই দম্পতির বাড়ি তল্লাশি করেছে। সেখানে মানুষের শরীরের কিছু অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে, যার বেশ কিছুটা পাত্রে সংরক্ষণ করে রাখা। ওই দম্পতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন মিলিটারি এভিয়েশন একাডেমিতে থাকেন। তারা সেখানে কর্মী হিসেবে কাজ করেন। ঘটনা তদন্তে গঠিত সংস্থা জানিয়েছে, তল্লাশির সময় ওই বাড়ির রান্নাঘরে অজানা কিছু খাদ্যদ্রব্য ও মাংস পাওয়া গেছে। প্রাপ্ত নমুনা মানুষের, নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

পুলিশ বলেছে, হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেফতার ওই দম্পতিকে এখন কারাগারে রাখা হয়েছে। বিবিসি।

সর্বশেষ খবর