বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনার জন্মদিনে যুবলীগের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যুবলীগ। আজকের এই দিনটিকে ‘জনগণের ক্ষমতায়ন’ দিবস হিসেবে পালন করবে সংগঠনটি। অন্যদিকে ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগ প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে। কোনো কেক না কেটে সাদামাটাভাবে দলীয় সভানেত্রীর জন্মদিন পালন করে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন যুবলীগ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি বলেন, ‘মানবতার উজ্জ্বল দৃষ্টান্তের কারণে শেখ হাসিনা “মাদার অব হিউম্যানিটি” খেতাবে ভূষিত হয়েছেন। যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে “জনগণের ক্ষমতায়ন” দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছেন। প্রতি বছর বিশাল আয়োজন করলেও এবার আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশে অনুষ্ঠান ছোট করেছি। প্রতি বছর বিশাল কেক কাটলেও এবার তা করব না। আবার অন্য বছর রাজধানীজুড়ে বিশাল শোভাযাত্রা করলেও এবার তা করছি না। খরচ বাঁচিয়ে রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ করা হবে।’

সর্বশেষ খবর