গতকাল শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘শেরপুর শহরে চাঞ্চল্য : যোগীর আস্তানায় সূরা ও গীতা পাঠ’ শীর্ষক সংবাদের কয়েকটি স্থানে শব্দচয়নে ভুল হয়েছে। এসব ভুলের সংশোধনী দিতে অনুরোধ করেছেন ব্রহ্মচারী শান্তানন্দ। তিনি জানান, ‘আস্তানা’র পরিবর্তে হবে ‘আত্মক্রিয়া যোগ উপাসনালয়’। সূরা ফাতিহা ও গীতা পাঠ করা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে উপাসনালয়ে আয়োজিত মেডিকেল ক্যাম্পে। এই উপাসনালয়ে মন্দির রয়েছে যার পূজা পদ্ধতি গতানুগতিক নয়। ১৭৫৭ সালে ব্রিটিশ দালাল নবকৃষ্ণ ও রাজা কংস নারায়ণ এই গতানুগতিক দুর্গাপূজা চালু করেন। ‘একদল ব্রাহ্মণ মদ খেয়ে পূজা করেন’ এর পরিবর্তে পড়তে হবে ‘একদল ব্রহ্মজ্ঞানহীন নামধারী ব্রাহ্মণ মদ খেয়ে পূজার নামে অধর্ম চালু করেছেন’। ‘সনাতন ধর্মের মানুষ গতানুগতিক যে দুর্গাপূজা করছেন’ এই বাক্যে ‘সনাতন’ শব্দের জায়গায় পড়তে হবে ‘হিন্দু’।