শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
ইউনিয়ন নেতাদের গণপদত্যাগ

আওয়ামী লীগের কমিটিতে বিএনপি জামায়াত ও জাপা নেতা

রাহাত খান, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা আওয়ামী লীগের নতুন কমিটিতে বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির সাবেক নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ ওঠেছে। এ অভিযোগে গণপদত্যাগ করেছেন ওই থানার অন্তর্গত ৫ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা। গত ১৯ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের সভায় বিদ্যানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস জব্বার খান এবং জেলা পরিষদ সদস্য জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কাজীরহাট থানা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেন দলের জেলা কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। নবগঠিত এ কমিটিতে বিদ্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানিম মাহামুদ সেকুলকে যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি নেতা নাসির উদ্দিন খোকনকে সহ-সভাপতি, ত্রাণ বিষয়ক সম্পাদক হয়েছেন বিএনপির আরেক সাবেক নেতা মহিউদ্দিন তালুকদার। এছাড়া গঠিত ওই কমিটির বিভিন্ন পদ পেয়েছেন সাবেক বিএনপি নেতা আহসান হাবিব তোতা, জামায়াত নেতা সালাউদ্দিন আকন ও জাতীয় পার্টির নেতা আবদুল জলিল। ত্যাগী-বঞ্চিতদের বাদ দিয়ে হাইব্রিডদের দিয়ে কাজীরহাট থানা আওয়ামী লীগের কমিটি গঠনের প্রতিবদে গত রবিবার কাজীরহাট থানার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতারা গণপদত্যাগ করেছেন। থানার বিদ্যানন্দপুর, লতা, জয়নগর, ভাষানচর ও আন্দারমানিক ইউনিয়নের সিংহভাগ নেতারা ইতিমধ্যে গণপদত্যাগ করেছেন বলে জানিয়েছেন আন্দারমানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহাফুজ আলম লিটন এবং ভাষানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চুন্নু। লতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল জানান, আওয়ামী লীগ বিরোধী (বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি) নেতাদের দিয়ে মনগড়া ভাবে কাজীরহাট থানা কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী ও দলের দুর্দিনের নেতা-কর্মীদের বাদ দিয়ে ৭১ সদস্য বিশিষ্ট ফেসবুক নির্ভর পকেট কমিটি গঠনের প্রতিবাদে তারা পাঁচ ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের পদ-পদবীধারী নেতারা গণপদত্যাগ করছেন। জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আহম্মেদ কোনো পদত্যাগের বিষয়ে তার জানা নেই বলে দাবি করেছেন। গঠিত নতুন কমিটিতে স্থান পাওয়া সবার আগের রাজনৈতিক পরিচয়ও তিনি জানেন না বলে দাবি করছেন। আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি পঙ্কজ নাথ বলেন, নতুন থানা কমিটিতে কেউ তার মতামত চায়নি। ঘোষিত কমিটিতে অধিকাংশ বিএনপি-জামায়াতের নেতারা পদ পেয়েছে বলে তিনি শুনেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি জানান, গণপদত্যাগের বিষয়ে তার কিছুই জানা নেই।

কোনো নেতা যদি তার আগের দল থেকে পদত্যাগ করে আসে তবে তাকে আওয়ামী লীগে নেওয়া যাবে।

গত ১৯ সেপ্টেম্বর অনুমোদন দেওয়া ওই কমিটিতে স্থানীয় এমপি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ নাথের অনুসারীদের স্থান না দেওয়ায় বিপত্তির সূত্রপাত বলে জানিয়েছে দলীয় সূত্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর