শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাবির হলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের টিভি রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনার পর তাত্ক্ষণিক ছাত্রলীগ মিছিল এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে। ওই হলের আবাসিক শিক্ষার্থী ও রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক সদিকুল ইসলাম সাদিক জানান, ২০১২ সালের এই দিনে ক্যাম্পাস শিবিরমুক্ত করা হয়। তাই আজকের দিনে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করতে ছাত্রশিবির ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। হলের আবাসিক শিড়্গার্থীরা জানান, রাত ১ টা ৫০ মিনিটের দিকে হলের টিভি কক্ষের সামনে একটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তারপর হলশাখা ছাত্রলীগ হলের ভিতর মিছিল করতে থাকে এবং কক্ষে গিয়ে কাউকে সন্দেহভাজন মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এতে হলের সাধারণ শিড়্গার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক আল মেহেদী হাসান বাপ্পী বলেন, জোহা হল আগে শিবিরের ঘাঁটি ছিল, এখন ছাত্রলীগে ভরপুর।

শিবির মাঝে মাঝেই ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশকে নষ্ট করতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকে। এতে আমরা মোটেও আতঙ্কিত নই। তাদের সব অপকর্ম রম্নখতে আমরা প্রস্তুত। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুত্ফর রহমান বলেন, হলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর