শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নর্থ সাউথ ছাত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানা এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী স্বজন মাহমুদের রহস্যজনক মৃত্যু হয়েছে। ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে বাথরুমের কাপড় রাখার স্ট্যান্ড থেকে গত রবিবার দুপুরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ও ময়নাতদন্তকারী সূত্র বলছে, নিহতের গলায় গামছা পেঁচানো ও পরনের লুঙ্গি দিয়ে দুই হাত পেছন দিকে  মোড়ানো ছিল। নিহতের বুকের দুই পাশে দুটি প্লাস্টিকের ক্লিপ পাওয়া গেছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রবিবার দুপুরে ভাটার এলাকার একটি ষষ্ঠ তলা বাসার উত্তর পাশের ফ্ল্যাট থেকে স্বজনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্বজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের ছাত্র ছিলেন।

পায়ের হাড় ভেঙে যাওয়ায় সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি লং কোর্স থেকে বাদ পড়েন তিনি। 

পুলিশ বলছে, ভাটারার ওই ফ্ল্যাটে স্বজন তার ফুফাতো ভাই জীবন এবং আরও কিছু ছাত্রের সঙ্গে থাকতেন। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা পর্যন্ত তিনি লেখাপড়া করছিলেন। তবে সকালে ফ্ল্যাটের বাসিন্দারা স্বজনকে বাথরুমের দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে দরজা ভেঙে তারা মৃত স্বজনকে নিচে নামান। স্বজনের বাবা অ্যাডভোকেট আবদুুল জলিল বলেন, আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে স্বজনের দুই হাতে কবজির ওপর বাঁধার মতো দাগ দেখা গেছে।

নিহতের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর কলেজ রোড ফায়ার সার্ভিস সড়কে। দুই ভাইয়ের মধ্যে স্বজন ছিলেন বড়। ময়নাতদন্ত শেষে রবিবার রাতেই নিহতের মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর