শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিবেদন

সেপ্টেম্বরে আত্মহত্যা ৬৮, ধর্ষণের শিকার ১২৪ নারী-শিশু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বরে দেশে আত্মহত্যা করেছেন ৬৮ জন এবং এ সময় ধর্ষণের শিকার হয়েছেন ১২৪ জন নারী ও শিশু। মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে পারিবারিক ও সামাজিক নৃশংসতার বিষয়টি উদ্বেগজনকহারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত মাসে বিভিন্ন অপরাধের মধ্যে শিশু হত্যা, শিশু ধর্ষণ, গণধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য। সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মাসে ধর্ষণের শিকার হয়েছেন ১২৪ জন নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার শিশু ৬১ ও ৪৫ জন নারী। ১৫ জন গণধর্ষণের শিকার ও ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। গাজীপুরে ১৩ বছরের এক কিশোরীকে বিয়েবাড়ি থেকে তুলে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। আর রাজধানীতে ৭০ বছরের এক বৃদ্ধ ধর্ষণ করেছেন ১০ বছরের শিশুকে। এ সময় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে ধর্ষণের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। গত মাসে সারা দেশে ৬৮ জন আত্মহত্যা করেন। এর মধ্যে ২৩ জন পুরুষ ও ৪৫ জন নারী। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ, যৌন হয়রানি ও পরীক্ষায় খারাপ ফলের কারণে এসব আত্মহত্যার ঘটনা ঘটে। ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জে আত্মহত্যার ঘটনা বেশি। সেপ্টেম্বরে মোট ২৩ শিশুকে হত্যা করা হয়। গাজীপুরে চুরির অভিযোগে এক শিশুকে পিটিয়ে, সিলেটে এক শিশুকে সত্মা গলা টিপে হত্যা করেন। ঢাকা ও রাজশাহীতে শিশু হত্যার ঘটনা বেশি। গত মাসে পারিবারিক কলহে নিহত হন ৫০ জন; যার মধ্যে পুরুষ ১২ ও নারী ৩৮। এর মধ্যে স্বামীর হাতে নিহত হন ২৭ জন আর স্ত্রীর হাতে নিহত হন ৪ জন। পারিবারিক দ্বন্দ্ব, পরকীয়াসহ বিভিন্ন কলহে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ ছাড়া সামাজিক অসন্তোষের শিকার হয়ে এ মাসে নিহত হন ৯ জন। গত মাসে সন্ত্রাসীর মাধ্যমে খুন হন ৭২ জন। মাদকের প্রভাবে নিহত হন ৩ জন। পানিতে ডুবে, বিদ্যুত্পৃষ্ট হয়ে ও বজ্রপাতে মারা যান ৯৫ জন। সড়ক দুর্ঘটনায় নিহত হন ২০৫ জন। ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৬ জনের। রাজনৈতিক সহিংসতায় আহত হন ১২৬ জন। আর অজ্ঞাত লাশ উদ্ধার হয় ২০টি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর