ব্যাংক ঋণ পরিশোধ না করে উল্টো এক ব্যাংক কর্মকর্তাকে হুমকির অভিযোগে লিবরা ইনফিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. রওশন আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে মিরপুরের শিয়ালবাড়িতে লিবরার কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়। রওশন আলম লিবরা ফার্মাসিউটিকেল লিমিটেডের চেয়ারম্যানও। আদালতের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম।
ওসি জানান, আল-আরাফা ইসলামী ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে রওশন আলম সেই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করীমকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। সেই জিডি তদন্ত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরোয়ানা হাতে পেয়ে লিবরার শিয়ালবাড়ি কারখানা থেকে রওশন আলমকে গ্রেফতার করা হয়। গতকালই তাকে আদালতে পাঠানো হয়েছে। পরে জামিনের আবেদন করেন রওশন আলম। শুনানি শেষে মহানগর হাকিম গোলাম নবী তাকে জামিন দেন।
আল-আরাফা ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মাসুম মিজান জানান, লিবরা ইনফিউশন লিমিটেডের পক্ষে ড. রওশন আলম তার রূপনগরের প্রতিষ্ঠানের সম্পত্তি দেখিয়ে ঋণ নিয়েছিলেন। ঋণের টাকা সময়মতো পরিশোধ না করায় ২০১৫ সালের ১৮ আগস্ট পর্যন্ত তা ৮৭ কোটি ৪৬ লাখ ৫২ হাজার ৩৩১ টাকায় দাঁড়ায়। পরে নিয়মানুযায়ী একই বছরে বন্ধকী সম্পত্তি নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলে রওশন আলম ক্ষুব্ধ হয়ে ব্যাংকের এক কর্মকর্তাকে হত্যার হুমকি দেন। এ বিষয়ে মতিঝিল থানায় জিডি করা হলে পুলিশ তদন্ত করে সত্যতা পায়। পুলিশ প্রতিবেদন দেওয়ার পর ২৪ সেপ্টেম্বর রওশন আলমকে গ্রেফতারে পরোয়ানা জারি করে আদালত।