শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত নদী উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভ্যাল’ শীর্ষক দুই দিনের উৎসব।  পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড, ভারতীয় দূতাবাস, ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর যৌথ আয়োজনে গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এ উৎসব। প্রদর্শনী ও নৃত্যনাট্য দিয়ে সাজানো হয় উৎসবের উদ্বোধনী সন্ধ্যা। এর অংশ হিসেবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবিতে করা হয় নদীকেন্দ্রিক জীবন ও সংস্কৃতি নিয়ে ভিন্নধর্মী একটি প্রদর্শনী। নদীর পাড়ের জীবনযাত্রার মডেল, নদীর তীরে গড়ে ওঠা নানা সভ্যতার উপাখ্যান, বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ-নদীর আলোকচিত্র স্থান পেয়েছে উৎসবের প্রদর্শনীতে। এ ছাড়া নাট্যশালার মূল মিলনায়তনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনকর্মে নদী, নারী ও জীবনযাত্রা নিয়ে ভিন্নধর্মী নৃত্যালেখ্য।

এর আগে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ শেষ হবে দুইদিনের এই উৎসব।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর