বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী নিয়ে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভ্যাল’ শীর্ষক দুই দিনের উৎসব। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ট্যুরিজম বোর্ড, ভারতীয় দূতাবাস, ফ্রেন্ডস অব বাংলাদেশ-এর যৌথ আয়োজনে গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় এ উৎসব। প্রদর্শনী ও নৃত্যনাট্য দিয়ে সাজানো হয় উৎসবের উদ্বোধনী সন্ধ্যা। এর অংশ হিসেবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের লবিতে করা হয় নদীকেন্দ্রিক জীবন ও সংস্কৃতি নিয়ে ভিন্নধর্মী একটি প্রদর্শনী। নদীর পাড়ের জীবনযাত্রার মডেল, নদীর তীরে গড়ে ওঠা নানা সভ্যতার উপাখ্যান, বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ-নদীর আলোকচিত্র স্থান পেয়েছে উৎসবের প্রদর্শনীতে। এ ছাড়া নাট্যশালার মূল মিলনায়তনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সৃজনকর্মে নদী, নারী ও জীবনযাত্রা নিয়ে ভিন্নধর্মী নৃত্যালেখ্য।
এর আগে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আজ শেষ হবে দুইদিনের এই উৎসব।