শেয়ারবাজারে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে ধস হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও সূচক বাড়লেও ব্যাংক খাতের প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। দিনশেষে ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দরে ধস হয়েছে। দর কমার শীর্ষে উঠেছে ডাচ-বাংলা ব্যাংক।
ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা গেছে, শেয়ারবাজারে ব্যাংক খাতের রয়েছে ৩০টি কোম্পানি। এর মধ্যে দর কমেছে ২৪টির। বেড়েছে ৬টির। শেয়ার দর কমার শীর্ষে অবস্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক। এদিন ব্যাংকটির শেয়ার দর কমেছে ৪.৮০ টাকা। লেনদেন হয়েছে ৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার। ওই সময় কোম্পানিটির ৫ লাখ ১৭ হাজার ২২৪টি শেয়ার ৯৫৫ বার হাতবদল হয়েছে। এরপর শেয়ার দর কমার দ্বিতীয় অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। ব্যাংকটির শেয়ার দর কমেছে ১.৮০ টাকা। লেনদেন হয়েছে ৫ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির ৭ লাখ ৬৬ হাজার ১৬৫টি শেয়ার ১ হাজার ৩৯৭ বার হাতবদল হয়েছে। শেয়ার দর কমার তৃতীয় অবস্থানে আছে সিটি ব্যাংক। শেয়ারটির দর কমেছে ১ টাকা। শেয়ার দর কমার চতুর্থ অবস্থান রয়েছে ৫ ব্যাংক কোম্পানি। এগুলো হলো ফার্স্ট সিকিউরিটিজ, যমুনা, এনসিসি, প্রিমিয়ার ও প্রাইম ব্যাংক। ওই কোম্পানিগুলোর দর কমেছে ৭০ পয়সা করে। এরপর শেয়ার দর কমায় যথাক্রমে এসআইবিএল ৫০ পয়সা, সাউথইস্ট ব্যাংক ৫০ পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংক ৫০ পয়সা, পূবালী ব্যাংক ৫০ পয়সা, আল আরাফাহ্ ব্যাংক ৪০ পয়সা, মার্কেন্টাইল ব্যাংক ৪০ পয়সা, ঢাকা ব্যাংক ৪০ পয়সা, এনবিএল ৪০ পয়সা, ওয়ান ব্যাংক ৩০ পয়সা, এমটিবি ৩০ পয়সা, এবি ব্যাংক ৩০ পয়সা, আইএফআইসি ৩০ পয়সা, ইবিএল ২০ পয়সা, এক্সিম ব্যাংক ২০ পয়সা, ব্যাংক এশিয়া ১০ পয়সা ও শাহজালাল ব্যাংক ১০ পয়সা। তবে শেয়ার দর বেড়েছে ৬ ব্যাংকের। এগুলো হলো- উত্তরা ব্যাংক, ইউসিবি, ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক।
দিনশেষে ডিএসই সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩.১৯ পয়েন্ট বেড়ে ৬২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৫৪ কোটি টাকা।