সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দশ ট্রাক অস্ত্র মামলায় দুই আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দশ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত মামলায় বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে পলাতক দুই আসামির পক্ষে সাত দিনের মধ্যে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের প্রতি এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। পলাতক দুই আসামি হলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন।

২০১৪ সালের ৩০ জানুয়ারি দশ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় (বিশেষ ক্ষমতা আইনে) সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর এবং পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেয় চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালত। ওই বছরের ১৬ এপ্রিল নিজামীসহ চার আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করে হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর