শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

যেসব গাড়ির মালিক-চালকের কাছে এখনো হাইড্রোলিক হর্ন রয়েছে, সেগুলো ১৫ দিনের মধ্যে নিকটস্থ থানা পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্টদের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি  মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

২৩ আগস্ট রাজধানীতে চলাচলকারী সব যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় আদালত। এ ছাড়া ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন থাকলে  সে গাড়ি জব্দ এবং হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনো যেসব হর্ন রয়েছে, তা জব্দের নির্দেশ দেয় হাই কোর্ট। দুই সপ্তাহের মধ্যে হাইড্রোলিক হর্নের আমদানি-ব্যবহার নিষিদ্ধের এ আদেশ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর