সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা বাঙালিকে মর্যাদা নিয়ে বাঁচতে শিখিয়েছেন

——— এ বি তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ দৃশ্যমান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালিকে মর্যাদার সঙ্গে বাঁচতে শিখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন বাঙালি জাতি বীরের জাতি। গতকাল বিকালে রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা বাকী ও শহীদ বাবুল পাঠাগারের উদ্যোগে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সেই জাতি, যে জাতি সম্পর্কে জাতির পিতা বলেছিলেন ‘কেউ দাবায়া রাখতে পারবা না’। আজকে সেটি প্রমাণিত হয়েছে। আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ওয়াহিদুল ইসলাম মিল্টন, প্রকাশক সমিতির সভাপতি মেজবাউদ্দিন, পল্লীমা সংসদের সভাপতি হাফিজুর রহমান ময়না, একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফকির আলমগীর, ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান শহীদ, সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফরিদ প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু ফয়েজ আহমেদ, মুক্তিযোদ্ধা হাজী আবদুর রাজ্জাক, সিরাজুল ইসলাম বাঙালি, জয়নাল আবেদীনসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সর্বশেষ খবর