শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘বেফাকের সুনাম প্রশ্নবিদ্ধ করার তৎপরতা চলছে’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের কওমি শিক্ষা বোর্ড বেফাক-এর সুনামকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র ঘৃণ্য তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহাম্মদ আবদুল কুদ্দুস। তিনি বলেন, চিহ্নিত এ গোষ্ঠীর টার্গেট কওমি শিক্ষার সনদ, বেফাকুল মাদারিস ও তার কর্মকর্তারা। এমনকি বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফীকে (দা.বা.) পর্যন্ত আঘাত করা। গতকাল বেফাক মিলনায়তনে আয়োজিত সভায় একথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে সংগঠনের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী বলেন, বেফাক একটি জাতীয় প্রতিষ্ঠান। তার গ্রহণযোগ্যতা ও আমানতদারিতার ব্যাপারে বর্তমান জিম্মাদারগণ সম্পূর্ণ সজাগ ও সতর্ক। একক কোনো ব্যক্তি  বা গোষ্ঠীর প্রভাব থেকে বেফাক মুক্ত আছে এবং সব সময় থাকবে। তিনি বলেন, কওমি শিক্ষা সঠিক পথেই আছে। কওমি সনদের হিতাকাঙ্ক্ষী দাবিদার বিবৃতিদাতারা কওমি শিক্ষা রক্ষা ও সুনাম অক্ষুন্ন রাখার লক্ষ্যে মুরুব্বিদের দৃষ্টি আকর্ষণের অপূর্ব সুন্দর পন্থা হিসেবেই জাতীয় পত্রিকায় কাদা ছোড়াছুড়ির ঘৃণ্যপথ ও অনাকাঙ্ক্ষিত পদ্ধতি বেছে নিয়েছেন।

সর্বশেষ খবর