সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিদিন ডেস্ক

সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে একজনকে ধরে নেওয়া হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদি সীমান্ত থেকে, আরেকজনকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত থেকে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : বারাদি সীমান্ত থেকে মুক্তার হোসেন (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সকালে সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

ঠাকুরগাঁও : কান্তিভিটা সীমান্ত থেকে মানিক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল ভোর রাতে ভারতের হাটখোলা বিএসএফের সদস্যরা এ ঘটনা ঘটায়। মানিক উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মিণ্টুর ছেলে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল খাদেমুল বাশার বলেন, তাকে ছাড়িয়ে আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর