মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

‘এমপির স্বামী বলে কথা’ সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গত ২৮ অক্টোবর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘এমপির স্বামী বলে কথা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন পটুয়াখালী থেকে সংরক্ষিত নারী আসনের এমপি লুত্ফুন নেছার স্বামী সুলতান আহমেদ মৃধা। তার দাবি— সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। অস্ত্র থাকার কথা স্বীকার করে সুলতান বলেন, আমার লাইসেন্স করা শটগানটি নিরাপত্তার জন্য ব্যবহার করে থাকি, কোনো জমিজমা দখলের জন্য নয়। আমার সাত একর জমির স্থলে ঠিকাদারি ব্যবসার আয় দিয়ে সরকারি বিধি মোতাবেক মালিকানা জমি দলিলাদির মাধ্যমে ভোগ দখল করছি। অবৈধভাবে কোনো জমি দখল করি নাই। টেন্ডারবাজি, খাস জমি দখল, ডা. চন্দন কুমার সাহার বিধবা মাকে দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে তার ভিটেমাটি থেকে উচ্ছেদ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। বনানী হোটেলের উত্তর পাশে প্রয়াত হাজী শামসুর রহমান খান ও তার ছেলেদের জমি দখল নয়, আমমোক্তার নামার বলে ভোগ দখলে আছি।

প্রতিবেদকের বক্তব্য : সংবাদটি বিশদ তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে প্রকাশিত। শটগান নিয়ে তিনি জমি দখল করেছেন, এমন ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। অন্যান্য জমি দখলের প্রমাণাদিও আছে। প্রতিবাদপত্রে তিনি আমমোক্তার নামার বলে ভোগ দখলের কথা বলার মধ্য দিয়ে প্রমাণ হয় পটুয়াখালীর অবস্থা।

সর্বশেষ খবর