মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল জেমসক্লিপ

দেশের ফুল সার্ভিস বিটুবি ই-কমার্স কোম্পানি জেমসক্লিপ দেশের, ‘স্টার্ট-আপ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০১৭’ অর্জন করেছে। ২৯ অক্টোবর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে ব্যবসায়িক সংগঠন ওয়ার্ল্ড এইচআরডি কনগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন যৌথভাবে এই পুরস্কার প্রদান করে। ই-জেনারেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জেমসক্লিপ একটি বিটুবি ই-কমার্স সাইট, যা বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে বিস্তৃত পরিসরে অফিস সরঞ্জামের সরবরাহ করে থাকে। দেশের ক্রমবর্ধমান ই-কমার্স বাজারে এর ওয়েবসাইটে সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ৭ থেকে ৮টি ক্যাটাগরির বৃহৎ ইনভেন্টরি থেকে পাইকারি ক্রয়ের সেবা দিয়ে থাকে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে সম্মাননা পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন জেমসক্লিপের ব্যবস্থাপনা পরিচালক রোমি এফ আহসান। এতে আরও উপস্থিত ছিলেন জুরি বোর্ডের চেয়ারম্যান ড. আরএল ভাটিয়া, কনস্টান্টিনোস এস গাভ্রিয়েল এবং জেমসক্লিপের সিইও মনোয়ার হোসেন খান। বিজ্ঞপ্তি।

 

সর্বশেষ খবর