মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

কুবিতে সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফকে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ, সরকারি বিশ্ববিদ্যালয়-১ (অধিশাখা-১৮) শাখার উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়, গত ২৫ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী  সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। এই চিঠির অনুলিপি শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিবকে (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, শিক্ষা মন্ত্রণালয়) দেওয়া হয়। এ ব্যাপারে কুবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ বলেন, আমি ক্যাম্পাসের বাইরে আছি। চিঠি এখনো পাইনি।

 

সর্বশেষ খবর