বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
৭ মার্চের ভাষণ

আন্তর্জাতিক স্বীকৃতিতে নিউইয়র্কে আনন্দ র‌্যালি

প্রতিদিন ডেস্ক

একাত্তরের ৭ মার্চ যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে ইন্টারন্যাশনাল রেজিস্টারে যুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী বঙ্গবন্ধু শেখ মুজিবের এই ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিকে অভিনন্দিত করে ৩১ অক্টোবর সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আনন্দ র‌্যালি করেছে। খবর এনআরবির।

আনন্দ র‌্যালিপূর্ব সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘দিন যত যাচ্ছে বঙ্গবন্ধুর বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বগুণ বিশ্বব্যাপী ততই উদ্ভাসিত হচ্ছে।

 ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি জাতির জন্য এক পরম গৌরবের অধ্যায় হিসেবে পরিগণিত হলো।’ জ্যাকসন হাইটসে খামারবাড়ি স্কয়ারে অনুষ্ঠিত এ র‌্যালিতে সর্বস্তরের নেতা-কর্মীর সমাগম ঘটে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন প্রমুখ।

ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০ অক্টোবর প্যারিসে জাতিসংঘ সংস্থার কার্যালয়ে এ স্বীকৃতির কথা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর