রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

‘জঙ্গিবাদ নির্মূলের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক

‘ইমাম আ‘যম ও আ‘লা হযরত গবেষণা পরিষদ’ আয়োজিত কনফারেন্সে বক্তারা বলেছেন, জঙ্গিবাদ নির্মূলের বিকল্প নেই। তারা বলেন, ব্রিটিশ শাসনামলে ওহাবিবাদ, দেওবন্দী মতাদর্শ ও বাতিল আকিদায় গোটা সমাজ যখন নিমজ্জিত এবং পথভ্রষ্ট মুসলিম সমাজের দুর্যোগ ও বিপর্যয় ওই মুহূর্তে আলোকবর্তিকাস্বরূপ ছিলেন আ‘লা হযরত। বর্তমান সময়ে জঙ্গিবাদ নির্মূলে আ‘লা হযরতের দর্শন প্রতিষ্ঠার বিকল্প নেই। গতকাল রাজধানীর কাজী বশির মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আল্লামা শাহ আহসানুজ্জামানের সভাপতিত্বে মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক ও মুফতি বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওলাদে আ‘লা হযরত আল্লামা তৌছিফ রযা খান কাদেরী বেরেলভী। বিশেষ অতিথি ছিলেন সুফি মিজানুর রহমান, আল্লামা এম এ মান্নান, এম এ মতিন, প্রফেসর আবদুর রশিদ প্রমুখ।

 

সর্বশেষ খবর