রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুঁজিবাদ নয়, সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ’

দিনাজপুর প্রতিনিধি

বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেছেন, পুঁজিবাদ নয়, সমাজতন্ত্রই মানব মুক্তির একমাত্র পথ। গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এ উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও লাল পতাকা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য লাল পতাকা ও লাল ফেস্টুন হাতে নিয়ে র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নাট্য সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে নাট্য সমিতি মিলনায়তনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

ওয়ার্কার্স পার্টি দিনাজপুর শাখার সভাপতি কমরেড আবদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কামাল লোহানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। স্বাগত বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক হবিবর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় নেতা কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল ও শ্রমিক নেতা বিমল আগারওয়াল প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠনের নিজস্ব শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ খবর