রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফেরত নিতে ইউনেস্কো সম্মেলনে আহ্বান নাহিদের

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, বাংলাদেশ আঞ্চলিক ও বিশ্বশান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি ও মানবতার প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে মিয়ানমানের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এসব নাগরিককে অবশ্যই ফিরিয়ে নিতে হবে। এজন্য আন্তর্জাতিক মহলকে চাপ সৃষ্টি করতে হবে।

সম্মেলনে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষাক্ষেত্রে দেশের বিভিন্ন অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে নারী শিক্ষা, লিঙ্গসমতা, নারীর ক্ষমতায়নে গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করায় ইউনেস্কো এবং এর মহাপরিচালক ইরিনা বোকোভাকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন নাহিদ।

 

সর্বশেষ খবর