সোমবার, ৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফোরামের ভ্যাট ও কর প্রশিক্ষণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

ফাইন্যান্সিয়াল লিডারশিপ ফোরাম হাতেকলমে ভ্যাট প্রশিক্ষণের ৬ দিনব্যাপী সার্টিফিকেট কোর্সের কর্মসূচি নিয়েছে প্রতি শুক্রবার। বিকালে আলাদা ব্যাচে ৬টি ক্লাসে কোর্স সম্পন্ন করা হবে। কোর্সের বিষয়বস্তু হলো মূল্য সংযোজন কর আরোপ ও কর প্রদানকারী; মূসক হার ও মূসক আরোপযোগ্য মূল্য নির্ধারণসহ অন্যান্য শুল্ক ও কর আদায়; ফেরত প্রদান, ডিউটি ড্র ব্যাক, ভ্যাট অডিট ইত্যাদি। আর হাতে-কলমে ট্যাক্স প্রশিক্ষণ কর্মশালা চলবে ৫ দিন প্রতি শুক্রবার বিকালে। এ ছাড়া ফোরামটি সম্প্রতি ঢাকা এবং চট্টগ্রামে হাতে-কলমে মাইক্রোসফট এক্সেল শেখানোর প্রকল্প এক্সেল পাঠশালা চালু করেছে। ফোরামটি করপোরেট হাউসগুলোতে গিয়ে ও নিয়মিত সময়োপযোগী বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ পরিচালনা করে আসছে।

সর্বশেষ খবর