মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রদীপ ঘোষের একক চিত্র প্রদর্শনী ‘সাঁওতালনামা’ শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রদীপ ঘোষের একক চিত্র প্রদর্শনী ‘সাঁওতালনামা’ শুরু

গতকাল থেকে শুরু হলো শিল্পী প্রদীপ ঘোষের একক চিত্র প্রদর্শনী। রাজধানীর লালমাটিয়ার বাংলাদেশ চারুশিল্পী সংসদের চিত্রশালায় এ প্রদর্শনী শুরু হয়েছে। বাংলাদেশ উদীচী কেন্দ্রীয় সংসদের চলচ্চিত্র ও চারুকলাবিষয়ক সম্পাদক এই শিল্পী চিত্রকর্ম প্রদর্শনীর শিরোনাম দিয়েছেন ‘সাঁওতালনামা’। আর শিল্পীর প্রথম এই একক প্রদর্শনীর মধ্য দিয়ে চারুশিল্পী সংসদের গ্যালারির যাত্রা শুরু হলো। সন্ধ্যায় বাংলাদেশ চারুশিল্পী সংসদ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।

জাদুঘরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা : জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। গতকাল বিকালে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম অহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান।আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন জাদুঘরের সচিব শওকত নবী। তিনি বলেন, কলঙ্কজনক এই দিনে আমরা হারিয়েছি এ দেশের সূর্য সন্তানদের। জাতির পিতার অনুপস্থিতিতে তাদের সুদৃঢ় নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। যে কারাগারে পৃথিবীর সব মানুষ নিশ্চিত নিরাপত্তা পায় সেই কারাগারেই ঘাতক দল এই জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে।

সর্বশেষ খবর