মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়ার সঙ্গে কানাডিয়ান প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিসি) ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেছেন। গতকাল রাত পৌনে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি ইয়াসমীন রাতানস্কির নেতৃত্বে সালমা আতাউল্লাহ জাহ এমপি, মাট জেনেরোয়াক্স এমপি, থমাস মুলকেয়ার এমপি, ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফন্টেইন, সৈয়দ শাহনেওয়াজ মুহসিন উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বৈঠকে চলমান রাজনৈতিকবিষয়সহ রোহিঙ্গা সংকট, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ও এতে স্থান পায় বলে জানা যায়।

সর্বশেষ খবর