সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিখোঁজদের পেতে সময় চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অপহূতদের খুঁজে না পাওয়া ব্যর্থতা নয়। যারা নিখোঁজ হয়েছেন তাদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপেক্ষা করুন। গোয়েন্দারা ব্যর্থ নয়। তাদের সময় দিতে হবে। আমরা অবশ্যই তাদের ফিরে পাব। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। গতকাল দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে নৌপুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজ হন। এর প্রায় দেড় মাস আগে নিখোঁজ হন সাংবাদিক উৎপল দাস। তাদের সন্ধান দাবিতে বিভিন্ন কর্মসূচি চলছে রাজধানীতে। এর আগে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের কলবর বৃদ্ধি ও নদী পথে অধিকতর নিরাপত্তার জন্য নৌপুলিশ গঠন করে। নদীমাতৃক বাংলাদেশ আবারও সচল হবে, নৌপুলিশ নদী পথগুলো নিরাপদ করতে কাজ করবে। যেখানে যা প্রয়োজন তারা তাই করবে বলে আমার বিশ্বাস।

 নৌপুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নদীপথগুলোকে নিরাপদ রাখতে নৌপুলিশ ও কোস্টগার্ডকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করছি। বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, কোস্টগার্ড এসবের সঙ্গে সমন্বয় করে নৌপুলিশকে কাজ করার জন্য আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, নৌপথে শুধু টহল দিলেই হবে না, জননিরাপত্তার জন্য নৌপুলিশকে কাজ করতে হবে। জাটকা নিধনের বিরুদ্ধে নৌপুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে নৌপুলিশ খুব ভালো ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে জাটকা নিধনরোধে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নৌপুলিশের কৃতী সদস্যদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। নৌপুলিশের প্রধান ডিআইজি শেখ মারুফ হাসানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ নভেম্বর নৌপুলিশ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ঈদ, পূজা, বিশ্ব ইজতেমা, পুণ্যস্নান, নৌকাবাইচ, ওরস শরিফ ইত্যাদি উৎসব অনুষ্ঠানে নৌপথে নিরাপত্তা দিয়ে আসছে নৌপুলিশ। এ ইউনিটের পেশাদার সদস্যরা লঞ্চ দুর্ঘটনায় উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং অন্যান্য সংস্থাকে সহায়তা করে থাকে।

সর্বশেষ খবর