শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
বঙ্গবন্ধুর ভাষণ

আন্তর্জাতিক স্বীকৃতিতে ‘৭ই মার্চ উদযাপন কমিটি’র আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে আগেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। যা ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে’ (এমওডব্লিউ) তালিকাভুক্ত করা হয়েছে। এমওডব্লিউতে এটাই প্রথম কোনো বাংলাদেশি দলিল, যা আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে সংরক্ষিত হবে। এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকে উদযাপনের জন্য ‘৭ই মার্চ উদযাপন কমিটি’ নামের ১০১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

 সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক আবেদ খান, শাহীন রেজা নূর, মাহবুবউদ্দিন বীরবিক্রম, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও মোমবাতি প্রজ্বালনের পাশাপাশি এই আয়োজনে প্রদর্শিত হয় কায়সার চৌধুরী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘৭ মার্চ- ক্যামেরার চোখে’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর