শিরোনাম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

নিজ জেলায় আদালত বদলি চেয়ে কুমিল্লা মেয়রের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা ঢাকার আদালত থেকে কুমিল্লায় নেওয়ার আবেদন খারিজ করেছে হাই কোর্ট। ২০০৮ সালে মেয়র সাক্কু ও তার স্ত্রী আফরোজা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। গত বছরের ৪ ফেব্রুয়ারি দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে মামলা থেকে সাক্কুর স্ত্রীকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। গত ১৮ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র আমলে নেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. কামরুল হোসেন মোল্লা। এরপর সেই মামলা ঢাকার আদালত থেকে নিজ জেলা কুমিল্লায় নেওয়ার জন্য হাই কোর্টে আবেদন করেন মেয়র সাক্কু।

হাই কোর্টের বিচারপতি মো. শওকত হোসেন এবং বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল সাক্কুর এই আবেদন খারিজ করে দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সাক্কুর পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজাক খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর