মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিচারপতি জয়নুলের বিরুদ্ধে তদন্ত নিয়ে রুলের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদককে নিরুত্সাহিত করতে সুপ্রিম কোর্টের দেওয়া চিঠি নিয়ে রুলের ওপর আজ রায় ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের কার্যতালিকা থেকে গতকাল বিষয়টি জানা গেছে। এর আগে ৩১ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শুনানি শেষে রায় অপেক্ষমাণ রাখেন।

৯ অক্টোবর হাই কোর্ট রুল জারির পর ১৯ অক্টোবর শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক কর্মকর্তার স্বাক্ষরিত দুদককে ২৮ মার্চে পাঠানো ওই চিঠিটি নজরে আনা হলে সুয়োমটো রুল জারি করে আদালত। একই সঙ্গে রুল শুনানির জন্য অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন ও আইনজীবী প্রবীর নিয়োগীকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিচারপতি জয়নুলের পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন ও দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান শুনানিতে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর