বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদে নাহী অ্যালুমিনিয়ামের ব্যাখ্যা

গত ১২ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘ব্যাংক জালিয়াতি করা সেই কোম্পানিও শেয়ারবাজারে’ শীর্ষক প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তা অসত্য ও বানোয়াট। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এতে আরও বলা হয়েছে, নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড এসআইবিএল থেকে জাল দলিল দিয়ে ঋণ গ্রহণ করেনি। এই প্রতিষ্ঠানের কোনো খেলাপি ঋণ নেই। তবে অসাবধানতাবশত প্রসপেক্টাসে ব্যাংকের গুলশান শাখার পরিবর্তে বনানী শাখার নাম ব্যবহূত হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রতিবেদন করা হয়েছে। এমনকি কোম্পানির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বললেও তারা তাদের ভুল স্বীকার করেন। এ ছাড়া গতকাল এই কোম্পানিকে শোকজ করেছে ডিএসই।

সর্বশেষ খবর