বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাণিজ্যমন্ত্রীর দেওয়া কৃত্রিম হাতে লিয়ার নতুন জীবন

ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রীর দেওয়া কৃত্রিম হাতে লিয়ার নতুন জীবন

বিদ্যুত্স্পৃষ্টে পঙ্গু কিশোরী লিয়াকে ৮ লাখ টাকার এফডিআরের পর কৃত্রিম হাত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার সন্ধ্যায় মন্ত্রী রাজধানীর বনানীর বাসভবনে এই কৃত্রিম হাত হস্তান্তর করেন। কৃত্রিম হাত পেয়ে উচ্ছ্বসিত লিয়ার চোখেমুখে প্রাণবন্ত হাসির ঝিলিক দেখা যায়। এ সময় সে বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন জীবন শুরুর কথা ব্যক্ত করে। জানা যায়, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনকারী প্রতিষ্ঠান এনডোলাইট বাংলাদেশের পরিচালক নির্মল কুমার রায়ের মাধ্যমে লন্ডন থেকে লিয়ার জন্য উন্নতমানের একটি কৃত্রিম হাত আনা হয়। বিদ্যুত্স্পৃষ্ট হওয়ার পর লিয়াকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হলে জীবন রক্ষায় তার বাঁ হাত ও দুই পায়ের দুটি করে আঙুল কেটে ফেলায় পঙ্গু হয়ে যায় সে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে চিকিৎসা-পরবর্তী ছাড়পত্র পাওয়ার পর লিয়া ও তার মা-বাবা বাণিজ্যমন্ত্রীর বনানীর বাসভবনে সাক্ষাৎ করেন। মন্ত্রী লিয়ার শিক্ষা, চিকিৎসার ব্যয়ভার বহন করে লিয়ার স্থায়ী পুনর্বাসনের জন্য তার নামে ভোলার ন্যাশনাল ব্যাংক শাখায় ৮ লাখ টাকার এফডিআরের ব্যবস্থা করেন। শামীমা আক্তার লিয়া ভোলা সদর উপজেলার দক্ষিণ দীঘলদি বালিয়া গ্রামের দিনমজুর ফিরোজ মিয়ার মেয়ে। সে স্থানীয় নেয়ামতপুর হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

সর্বশেষ খবর