বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিচারহীনতার কারণে প্রগতিশীলদের হত্যা

উদীচী শিল্পীগোষ্ঠীর সমাবেশে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

দেশে একের পর এক প্রগতিশীলদের ওপর আক্রমণ করা হচ্ছে। তাদের টার্গেট করে হত্যাকাণ্ড চলছে। বিচারহীনতার সংস্কৃতির জন্যই এসব হত্যাকাণ্ড চলছে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।  উদীচী কেন্দ্রীয় সংগীত বিভাগের সদস্য ও ঢাকা মহানগর সংসদের সাবেক সম্পাদক লুদমিলা আহমেদ লিজা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ এ সমাবেশের আয়োজন করে। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। বক্তারা বলেন, স্বামী দ্বারা নির্যাতন অনেকটা জায়েজ হয়ে গেছে সমাজে। আর এ নির্যাতন জায়েজ করতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা লিজা হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানাই।

 লিজা প্রগতিশীল ছিল বলেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সর্বশেষ খবর