বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাতে আওয়ামী লীগ নেতা সকালে ইউপি সদস্য খুন

রক্তাক্ত রাঙামাটি

রাঙামাটি প্রতিনিধি

রাতে আওয়ামী লীগ নেতা সকালে ইউপি সদস্য খুন

অরবিন্দু চাকমা

রাঙামাটির জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম অরবিন্দু চাকমা (৪২)। গতকাল রাতে জুরাছড়ি উপজেলায় ১ নম্বর ইউনিয়নের দেবাছড়া এলাকার খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অন্যদিকে দুর্বৃত্তদের হামলায় বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাসেল মারমা মারাত্মক আহত হয়েছেন। এসব ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর। বুধবার এ ঘটনার প্রতিবাদে শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে রাঙামাটি জেলা আওয়ামী লীগ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাসেত। তিনি জানান, আমি ঘটনাস্থলে রওনা হয়েছি। ঘটনাস্থলে পৌঁছলে বিস্তারিত জানা যাবে। এদিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার অনাদি রঞ্জন চাকমা (৫৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় নানিয়ারচর উপজেলার তৈচাকমা দজরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ি নানিয়ারচরের চিরঞ্জীব দজরপাড়ায়। তিনি নানিয়ারচর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য বলে দাবি করেছেন সংগঠনটির আহ্বায়ক জ্যোতিলাল চাকমা। নানিয়ারচর নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা জানান, রাঙামাটির নানিয়ারচর উপজেলার তৈচাকমা দজরপাড়া (১৮ মাইল) এলাকায় তার পাশের বাড়িতে বেড়াতে যান। এ সময় ৬-৭ জন সশস্ত্র সন্ত্রাসীর একটি দল অনাদি রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করে।

দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন তিনি। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাদি চাকমার বাড়ি নানিয়ারচরের চিরঞ্জীব দজরপাড়ায়। নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য অমরজতি চাকমা এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনা কারণে দুর্বৃত্তরা সাবেক মেম্বার অনাদি রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করেছে। রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর