বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ক্যাম্পে ডিপথেরিয়ার টিকা দেওয়া শুরু

রেজা মুজাম্মেল, কক্সবাজার থেকে

বাংলাদেশ থেকে প্রায় অবলুপ্ত হওয়ার পথে থাকা সংক্রমক রোগ ডিপথেরিয়া প্রতিরোধে শরণার্থী ক্যাম্পে টিকা দেওয়া শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয় ‘পেন্টা পিসিভি ওপিভি’ নামক টিকা প্রদান শুরু করে। প্রথম দিনে ৩ হাজার ৩৩৭ জন শিশুকে এ টিকা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ টিকায় ডিপথেরিয়া ছাড়াও অন্যান্য রোগের টিকাও মিশ্রিত আছে। ডিপথেরিয়া ‘করনিব্যাক্টেরিয়াম ডিপথেরি’ নামক ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক রোগ এটি। সূত্র জানায়, ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে রোহিঙ্গা শিবিরে এরই মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৪৪৯ জন আক্রান্ত হয়। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে রোগের অবস্থান নির্ণয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ীই রোহিঙ্গা শিবিরে ডিপথেরিয়া প্রতিষেধক টিকা প্রদান শুরু করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন করা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ডিপথেরিয়া রোগটি আমাদের দেশ থেকে প্রায় অবলুপ্তির পথে। তবে রোহিঙ্গাদের মধ্যে এ রোগ থাকতে পারে। কারণ মিয়ানমারের রোহিঙ্গারা বিভিন্ন রোগ প্রতিরোধক টিকা থেকে বঞ্চিত। বর্তমানে তারা আমাদের দেশে অবস্থান করায় অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে। কারণ এ রোগটি ছোঁয়াছে। ক্যাম্পে কেউ গেলে তাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

সর্বশেষ খবর