বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
পরিবেশ-বন-জলবায়ু খাত

৫ বছরে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে আগামী পাঁচ বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। গতকাল রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত জাতীয় বিনিয়োগ পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বলা হয়, ২০১৬-১৭ সালের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১৭০টি প্রকল্প আছে, যারা কোনো না কোনোভাবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন খাতে অবদান রাখে। এসব প্রকল্প হতে যদিও প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার এরই মধ্যে বিনিয়োগ করা হয়েছে, কিন্তু সিআইপির (কান্ট্রি ইনভেস্টম্যান্ট প্ল্যান) হিসাব মতে, সরকারের চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ অন্যান্য জাতীয় পরিকল্পনায় যে লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা হয়েছে- তা অর্জনে ২০২১ সালের মধ্যে আরো প্রায় ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে দেশের যে সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়েছে, তার বাস্তবায়ন পরিকল্পনা হিসেবে এই সিআইপি চমৎকার ভূমিকা রাখবে। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, সরকার এমন সব নীতি ও প্রকল্প বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সকলের জন্য প্রকৃত প্রস্তাবেই স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যায়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএসএইডের মিশন ডিরেক্টর জেনিনা জেরুজালস্কি, এফএও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি জনাব ডেভিড ডুলান প্রমুখ। 

সর্বশেষ খবর