বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তুরাগে ৩০ প্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

তুরাগ নদ দখল করে থাকা ৩০টি প্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। উচ্ছেদ কার্যক্রমে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমকে সহযোগিতা করতে গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বলা হয়েছে। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। ২২ নভেম্বর বিচার বিভাগীয় তদন্তে উঠে আসা তুরাগ নদ দখলে থাকা ৩০টি প্রতিষ্ঠান ও ব্যক্তির দখল উচ্ছেদ চেয়ে হাই কোর্টে আবেদন করা হয়। তুরাগ দখলের বিষয়ে গত বছরের ৬ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ রিট করে।

সর্বশেষ খবর