বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আর্জেন্টিনায় দেশকে তুলে ধরলেন তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে (এমসি-১১) বাংলাদেশকে তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশই একমাত্র স্বল্পোন্নত দেশ, যে দেশ ডব্লিউটিও কর্তৃক প্রদত্ত শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা গ্রহণ করে অর্থনৈতিকভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বাণিজ্যমন্ত্রী ১১ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ডব্লিউটিওর এমসি-১১-এ ‘মাল্টিলেটারেল ট্রেডিং সিস্টেম টাইম টু রি-এনার্জি’ শীর্ষক আঙ্কটাড উচ্চপর্যায়ের সভায় প্যানেলিস্ট হিসেবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার দ্রুত উন্নতি ঘটছে। দারিদ্র্য বিমোচন হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে।

সর্বশেষ খবর